সুরমা গেটে ৫১ লাখ টাকার ভারতীয় ক্রিমসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৭:১৩:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেট এলাকা থেকে ৫১ লাখ টাকার অবৈধ ভারতীয় স্কিন শাইন ক্রিমসহ আবুল কাশেম (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে মহাসড়কে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট সদর উপজেলার সুরমা গেইট পয়েন্টে যানবাহনে তল্লাশি চালায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান থানা পুলিশ। সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে নম্বরবিহীন নেভী বøু মিনি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে না থেমে দ্রæত পালিয়ে যায়। পরে পুলিশ পেছন থেকে ধাওয়া করে সিলেট সরকারি কলেজের সামনে এসে ওই গাড়িটি আটক করে। এসময় মিনি কাভার্ড ভ্যান থেকে ভারতীয় ১২ হাজার ৩শ পিস স্কিন শাইন ক্রিম উদ্ধার করে। আটক পণ্যের আনুমানিক মোট মূল্য ৫১ লাখ ৪ হাজার ৫শ টাকা। এসময় ভারতীয় পণ্যের চোরকারবারী আবুল কাশেমকে (১৯) আটক করা হয়। আটক ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক খাগড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল বুধবার (২৮ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কাশেম জানিয়েছে, এই চোরাচালানের সঙ্গে অজ্ঞাতনামা আরো ২/৩ জন জড়িত রয়েছে।