জৈন্তাপুরে র্যাবের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৭:১৬:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গতকাল বুধবার (২৮ মে) র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। অভিযান চালিয়ে ৫৫১ বোতল নেশা জাতীয় ‘এলকোডাইল’ সিরাপসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, আসামপাড়ার আব্দুর রশিদের ছেলে মো. আনোয়ার হোসেন এবং মো. বিল্লাল হোসেন মিয়ার ছেলে মো. আব্দুল কাদির।
অপরদিকে একই রাতে জৈন্তাপুর উপজেলার বিরাইমারা এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান চালায় র্যাব। অভিযান চালিয়ে ১৯২ বোতল বিদেশি মদসহ রহমত মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়। সে বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার (২৮ মে) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।