ওমরাহ পালনে গিয়ে জকিগঞ্জের আলেমের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৭:৪৪:৩৪ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জের মাওলানা ক্বারী খলিলুর রহমান সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালনে গিয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটের সময় মক্কার জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মাওলানা ক্বারী খলিলুর রহমান জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শহীদাবাদ গ্রামের বাসিন্দা ও স্থানীয় গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা মসজিদের দীর্ঘ ২৬ বছরের ইমাম ও খতিব ছিলেন।
জানা যায়, বিগত রমজান মাসে মাওলানা ক্বারী খলিলুর রহমান ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যান। ওমরাহ পালন শেষে মক্কায় বাসায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে তাঁকে মক্কার জার্মান হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর নামাজে জানাজা ও দাফন পবিত্র মক্কা মুকাররমায় সম্পন্ন হবে।