দোয়ারায় ৩ অনুপ্রবেশকারী আটক
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৭:৪৫:৩৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অনুপ্রবেশের দায়ে হিজড়া সম্প্রদায়ের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে টহল অভিযানে উপজেলার পেকপাড়া বিওপি এলাকায় বিজিবির একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলো মোঃ দুলাল ওরফে অহনা (৪৬) পিতা: মৃত সামছু মিয়া, মাতা: জোবেদা বেগম, ঠিকানা: ভোলাইল, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ, মোঃ লিটন মিয়া ওরফে পায়েল (৩৮) পিতা: মৃত খেলু মিয়া, মাতা: মৃত জাহানারা বেগম, ঠিকানা: মধ্যপাড়া দক্ষিণ, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া,মোঃ জীবন ওরফে রাত্রি (২৩) পিতা: মোঃ আনছার আলী, মাতা: মোছাঃ মনোয়ারা খাতুন, স্থায়ী ঠিকানা: গৌরিপুর, থানা: তিতাস, জেলা: কুমিল্লা; বর্তমান ঠিকানা: একরামপুর, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ। আটকের পর বিজিবি সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, আটককৃতরা তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।