এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৭:৪৮:৫৮ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি :
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব ওয়েবসাইট ও নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজের ছাত্র সংসদ ভবনের নীচতলায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই ওয়েবসাইট https://mccollegeru.org ও রুম উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে আপনারা কলেজের সুনাম প্রতিনিয়ত বয়ে আনছেন। সাধারণ শিক্ষার্থীরা সরাসরি যেটা আমাদেরকে বা কোথাও বলতে পারে না, সেটা আপনাদেরকে বলতে পারে। এর মাধ্যমে আপনারা এগুলো তুলে ধরে কলেজের সকল উন্নয়নে ভূমিকা রাখছেন। আশা করি কলেজের সুনাম তুলে ধরতে আপনারা দায়িত্ব পালন করে যাবেন। শুধু যে ভালোটা তুলে ধরবেন, সেটা নয়। খারাপ কিছু থাকলে সেটাও তুলে ধরবে, যাতে এর সংশোধন করে ভালো কিছু করা যায়।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, গণিত বিভাগের প্রধান প্রফেসর তপতী চৌধুরী, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগম, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ, সাবেক সভাপতি জাবির আহমদ, আশরাফ আহমেদ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্য এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন বলেন, সাংবাদিকতা করার জন্য প্রচুর পড়তে হবে। এজন্য আপনাকে শুধু বই না কিনেও পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়তে হবে, সবকিছু শিখতে হবে। তাহলেই আপনি ভালো জানতে পারবেন এবং লিখতে পারবেন।