বড়লেখায় কমর শাহজাহান স্মরণে আলোচনা
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৭:৫০:১১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখার কৃতী সন্তান দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক মোহাম্মদ কমর শাহজাহানের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাব স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম।
সাংবাদিক মোহাম্মদ কমর শাহজাহান ১০ এপ্রিল ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে মাত্র ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন। অনুষ্ঠানে মরহুমের ছোটভাই মুড়াউল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সালাদিন মল্লিকের হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে শোক বার্তা তোলে দেওয়া হয়।
আমাদের সময়ের বড়লেখা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় স্মরণ সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাপ্তাহিক নতুন বড়কন্ঠের সম্পাদক রশীদ আহমদ খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, বর্তমান সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, সাংবাদিক আজাদ বাহার জামালী, তপন কুমার দাস, তাহমিদ ইশাদ রিপন ও ফয়সল মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক মোহাম্মদ কমর শাহজাহান ছিলেন একজন নির্লোভ, নিরহংকারি সাদামনের সাংবাদিক। ছুটিতে গ্রামের বাড়িতে আসলে প্রতিবারই তিনি স্থানীয় সাংবাদিকদের খোঁজখবর নিতেন। তাদের সাথে মতবিনিময় করতেন। মফস্বলের সাংবাদিকতার নানা কলাকৌশল নিয়ে কথা বলতেন। তিনি সব সময়ই বলতেন সাংবাদিকদের প্রধান বৈশিষ্ট হচ্ছে নীতি ও নৈতিকতা।