কড়া রোদের পর বৃষ্টি
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৮:১৭:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে বুধবার সকাল থেকে কড়া রোদে পুড়িয়ে বিকেলে আকাশ কালো করে নেমেছিল বৃষ্টি। সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদিনে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। এর আগ পর্যন্ত তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই কড়া রোদ আর তীব্র গরমে ত্রাহি অবস্থা ছিল জনজীবনে। বিকেলের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও তেমন স্বস্তি আসেনি।
ঘণ্টা দেড়েক থেমে থেমে হালকা ও মাঝারি ধাচের এই বৃষ্টি বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত স্থায়ী ছিল। এরপর সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। রোদ চলে যাওয়া ও বৃষ্টিতে গরম কিছুটা কমে যায়। তবে গোমট ভাবের কারণে বেশিরভাগ অফিস ও বাসাবাড়িতে অস্বস্তি ভাব কাটেনি। যাদের এসি আছে তারা এসি ছেড়ে রেখেছেন, যাদের এসি নেই তাদের ফ্যানই ছিল ভরসা। মূলত বৃষ্টি হলেও বাতাস না থাকায় এই গোমট ভাব বলে জানান অনেকে।