ঢাকা-সিলেট মহাসড়কে ৩৪ কিলোমিটারজুড়ে যানজট
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৯:০৮:৫৩ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ৩৪ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সরাইল উপজেলায় একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায়, মহাসড়কের বিশ্বরোড মোড় গোলচত্বরের গর্ত ও সংস্কারকাজের জন্য আজ বুধবার সকাল ১০টা থেকে এ যানজট শুরু হয়। পরে দুপুর ১২টার পর মহাসড়কটিতে যানচলাচল প্রায় বন্ধ হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বুধবার বেলা দুইটার পর মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা থেকে বাবিউড়া পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট লেগে যায়। বেলা সাড়ে তিনটা পর্যন্ত সময়ে সরাইলের পাশাপাশি আশুগঞ্জ, বিজয়নগর ও সদর উপজেলাজুড়ে বিস্তৃত মহাসড়কটির প্রায় পুরো অংশে (৩৪ কিলোমিটার এলাকা) থেমে থেমে যানজট ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে তিনটার পর পুরো ৩৪ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়কে চলমান উন্নীতকরণ কাজটি ২০১৭ সাল থেকে ধীরগতিতে চলছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ এ কাজের তদারকি করছে। নানা কারণে মাঝে কয়েক দফায় কাজ বন্ধ ছিল। এ কারণে সরাইল বিশ্বরোড মোড়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনগুলো ধীরগতিতে চালাতে হচ্ছে। এতে প্রায় প্রতিদিনই সেখানে যানজট লেগে থাকে। গত ১৯ এবং ২০ মে টানা দুই দিন এ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সরাইল উপজেলা প্রশাসন, সরাইল থানার পুলিশ এবং হাইওয়ে থানার পুলিশ ইটবালি দিয়ে গর্ত ভরাট করে যান চলাচল স্বাভাবিক করে। কয়েক দিনের বৃষ্টিতে আবার সেখানে গর্তের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, বিশ্বরোড মোড় গোলচত্বরের চারপাশে গর্ত এবং কুট্টাপাড়া এলাকায় মহাসড়কের এক পাশ বন্ধ করে সংস্কারকাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে থেমে থেমে যানজট চলছিল। দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হবিগঞ্জগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান সংস্কারকাজের এলাকায় বিকল হয়ে পড়লে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে বিভিন্ন যানবাহনের চালক, চালকের সহযোগী ও সংস্কারকাজের লোকজন বিকল কাভার্ড ভ্যানটি ধাক্কা দিয়ে সরিয়ে নেন। এরপর ধীরে ধীরে যানচলাচল শুরু হলেও ততক্ষণে মহাসড়কটির ৩৪ কিলোমিটার অংশজুড়ে যানজট ছড়িয়ে যায়। বেলা একটার পর যানজট কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক ছড়িয়ে পড়েছে। বিকেল চারটার দিকেও এ চিত্র দেখা যায়।
যাত্রাবাহী বাসের চালক জাহিদুল ইসলাম বলেন, ভৈরব পার হওনের পর থেইক্যা যানজটে পড়ছি। বিশ্বরোড মোড় পার হইতে আমাগো সব শেষ হয়ে যায়। এই জায়গার জন্য গাড়িতে ওঠনের মন চাই না। আমরা সবকিছুতেই অহন জিম্মি।
হাইওয়ে পুলিশ ও সরাইল থানার পুলিশ যৌথভাবে যানজট নিরসনে তৎপরতা চালাচ্ছে জানিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান বলেন, বুধবার সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের ৩৪ কিলোমিটার অংশে একাধিক দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানিও হয়েছে। এতে দিনভর মহাসড়কে যানজট লেগেই আছে। এরপরও মহাসড়কে যানজটমুক্ত রাখতে চেষ্টা করছি।