শ্রমিক নেতা হত্যায় শ্রমিক কল্যাণের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ৬:৪০:৫১ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ শিহাব উদ্দিনের হত্যা ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি করেছেন ফেডারেশনের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, সিলেট অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সিলেট জেলা সভাপতি ও ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ফখরুল ইসলাম খান, সহ সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, কানাইঘাট থানা সভাপতি হাফিজ ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক শিপলু আহমদ এই নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামের স’মিল সংলগ্ন স্থানে প্রতিপক্ষরা শিহাব উদ্দিনের উপর ছুরি দিয়ে উপর্যুপরি হামলা চালায়। এতে শিহাব উদ্দিনের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিহাব উদ্দিনের স্ত্রী হেপি বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় হামলাকারী একই গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র শিব্বির আহমদ, মো. শহিদুল ইসলাম, জামাল আহমদ, কামাল আহমদ ও মৃত আনফর আলীর পুত্র লুৎফুর রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।