জকিগঞ্জে ৪২০০ পিস ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ৬:১৯:৩০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটে উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকায় কুশিয়ারা নদীর ডাইকে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
আটক রুবেল আহমদ (৩১) উত্তর লোহারমহল গ্রামের মৃত ঈসাহিদ আলীর ছেলে। তার কাছ থেকে ৪২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকা। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।