নবীগঞ্জে পুষ্টি সপ্তাহে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ৬:৪৪:৪৪ অপরাহ্ন
‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নবীগঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আসাদুজ্জামান অনুজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. রুবেল হোসেন, ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি উজ্জ্বল কুমার সিংহ ও মোশাহিদ মিয়া, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া, করগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ এবং ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান রাজু আহমেদ পাঠান, সুভাষ দাশ, আছমা বেগম, শিবলী বেগম ও হামিদা বেগম।
সভায় বক্তারা বলেন, পুষ্টিহীনতা দূর করতে হলে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। বিশেষ করে গর্ভবতী মা, শিশু ও কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি, স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, দুধ, মাছ ও ডিম খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।