বিভাগীয় কমিশনারের সাথে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাক্ষাত
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ৬:৪৬:৪৯ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ সভাপতি কারী মৌলভী কবির উদ্দিন চৌধুরী ও মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, প্রচার সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়ছল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম, সহ সাংগঠনিক মাওলানা আনিছুল হক, প্রকাশনা সম্পাদক কারী কাওছার আহমদ, উন্নয়ন বিষয়ক সম্পাদক মাওলানা ইমরানুর রশিদ। উপদেষ্টাদের মধ্যে মাওলানা আব্দুর রউফ, মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ গত ঈদুল ফিতরে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সদস্যবৃন্দের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে ভাতা প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী ৭ জুনের আগেই ঈদুল আজহার ভাতা প্রদানের অনুরোধ জানান। বিভাগীয় কমিশনার ধৈর্যের সাথে ইমাম-মুয়াজ্জিন নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং তাদের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী-কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি