সচিবালয়ের কর্মচারীদের নতুন কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ৬:৩৪:৪৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বৃহস্পতিবার বেলা ১১টায় এক ঘণ্টার কর্মবিরতি পালন শেষে নতুন এ কর্মসূচির কথা জানানো হয়।
সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, আলোচনা যাই হোক আমাদের একটা টাইম ফ্রেম থাকতে হবে। আমরা তো আজীবন অপেক্ষায় থাকবো না।
তিনি বলেন, আর মাত্র চার দিন সময়ের আছে ঈদের। আমরা শুনেছি আগামী শনিবার প্রধান উপদেষ্টা দেশে আসার কথা। সেক্ষেত্রে রোববার আমাদের আশাব্যঞ্জক একটি খবর পাওয়ার কথা। তারপরও আমরা আন্দোলন থেকে সরে যাই নি, সরে যাব না।
ঐক্য ফোরামের নেতারা বলেন, আগামী রবি ও সোমবার এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে না। এর পরিবর্তে রোববার অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হবে। আর সোমবার স্মারকলিপি দেওয়া হবে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের কাছে। মাঠপর্যায়ে সংস্থা ও প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমেও স্মারকলিপি দেওয়া হবে।
ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বলেন, আগামী রোববার আমরা ইতিবাচক খবর পেলে সব কর্মসূচি প্রত্যাহার করে নেব। একটা ভালো ফলাফল নিয়ে ঈদটা উদযাপন করব। এদিকে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে বৃহস্পতিবার এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন করেন তারা।