সিলেট সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ৭:৪৪:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শান্তির পায়রা আর নীল-সাদা রঙ্গের বেলুন উড়ানো, শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে সিলেট সেনানিবাসে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।
সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে দিবসটি উদযাপন করা হয়।
ভোর থেকেই দিবসটি উপলক্ষে সিলেট সেনানিবাসে জড়ো হন সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের সৈনিক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
শুরুতে অতিথিদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান।
পরে আলোচনা সভায় তিনি বলেন, শান্তিরক্ষার দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনী ও পুলিশের ১৬৮ জন জীবন উৎসর্গ করেছেন। বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বিরত্বগাথা বিশ্ববাসী জানে। বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে আজ আমরা বিশ্বে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ক্ষেত্রে অন্যতম বৃহৎ অংশীদার একটি দেশ। আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রতিজ্ঞাবদ্ধ ও সদা প্রস্তুত। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, অসামরিক প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থার স্থানীয় প্রতিনিধি, শান্তিরক্ষী মিশনে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ এবং র্যাবের সদস্য, স্কুল ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।