বড়লেখায় সহকারি শিক্ষকের অবসর জনিত সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ৮:০১:৪৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজয় কুমার দাসের ৩৮ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। ওই দিন বিকেলে তার স্কুলের সহকর্মীবৃন্দ ও শিক্ষার্থীরা তাকে অবসরগ্রহণ উপলক্ষে সংবর্ধনা দিয়েছেন।
প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বদরুল হকের সঞ্চালনায় স্কুল হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ি শিক্ষক রনজয় কুমার দাস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অত্র স্কুলের সাবেক সহকারি শিক্ষক আব্দুর রব, সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, সুভ্রকান্তি সেন, সাইফুল ইসলাম, বেলাল আহমদ, মতিউর রহমান, শিক্ষার্থী অভিভাবক আবুল হাসান তাপাদার প্রমুখ।