ব্যাংক আলফালাহ অধিগ্রহণ করতে যাচ্ছে ব্যাংক এশিয়া
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৫, ৯:০১:২৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহর বাংলাদেশের ব্যবসা অধিগ্রহণ করতে যাচ্ছে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া এ লক্ষ্যে ব্যাংক আলফালাহ বাংলাদেশ এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। গতকাল বৃহস্পতিবার (২৯৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ- এ জমা দেওয়া এক ডিসক্লোজার থেকে এ তথ্য জানা গেছে। সমস্ত বিধিমালা প্রতিপালন ও আইন অনুসরণ করে এক বছরের মধ্যেই ব্যাংক আলফালাহ অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এতে বলা বলা হয়, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক অব পাকিস্তানের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে। পাকিস্তানের শীর্ষস্থানীয় ব্যাংক আলফালাহ বাংলাদেশে ২০০৫ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তাদের সাতটি শাখা রয়েছে।
বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রমের আর্থিক পারফরম্যান্স বেশ শক্তিশালী। ২০২৩ সালে ব্যাংকটি ৪৩ কোটি টাকার বেশি নিট মুনাফা অর্জন করে, আর ব্যালেন্স শিট ৩ হাজার ১০০ কোটি টাকার বেশি।
বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শুধু ব্যাংক এশিয়ারই এভাবে ব্যাংক অধিগ্রহণের অভিজ্ঞতা আছে। ব্যাংকটি তৃতীয়বারের মতো কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করতে চলেছে। এর আগে ব্যাংক এশিয়া কানাডাভিত্তিক নোভা স্কোশিয়া ও পাকিস্তানের আরেক ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করে।