বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা দেবে জাপান
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৬:৩৮:৩৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাজেট সহায়তা ও রেলপথের উন্নয়নের জন্য বাংলাদেশকে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৩ হাজার কোটি টাকার সমান। গতকাল শুক্রবার (৩০ মে) জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরপর দুই দেশের পক্ষ থেকে যৌথ এ ঘোষণা দেওয়া হয়।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে হওয়া দ্বিপক্ষীয় চুক্তির অধীনে জাপান সরকার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি বিষয়ক ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার দেবে।
এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য টোকিও ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার ঋণ দেবে।
এর আগে শুক্রবার সকালে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে চুক্তি ছাড়াও উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়েও গুরুত্ব দেয় উভয় দেশ। এর আগে গত বুধবার (২৮ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।