যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি শামীম তালুকদার
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৮:১৮:১৭ অপরাহ্ন
যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতা শামীম তালুকদার। গতকাল শুক্রবার (৩১ মে) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি সাবেক ছাত্রনেতা আফজাল হোসেনকে সভাপতি, শামীম তালুকদারকে সহ-সভাপতি ও বাবর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে যুক্তরাজ্য যুবদলের কমিটি ঘোষণা করা হয়। বিগত দিনের আন্দোলন সংগ্রামে শামীম তালুকদার যুক্তরাজ্যে অন্যান্য নেতাকর্মীদের মতো সক্রিয় ভূমিকা পালন করেন। দেশে থাকাকালে তিনি সিলেট মহানগর বিএনপির ১৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নগরের যতরপুর নবপূস্প সমাজকল্যাণ সংস্থারও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। দেশে বিভিন্ন শিক্ষা ও সমাজসেবামুলক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত।
যুক্তরাজ্য যুবদলের কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত করায় নতুন কমিটির সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শামীম তালুকদার। বিজ্ঞপ্তি