বিসিবিতে ক্ষমতার নাটকীয় পালাবদল
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৮:৫২:২৭ অপরাহ্ন
ফারুককে সরিয়ে নতুন সভাপতি বুলবুল
স্পোর্টস ডেস্ক : প্রথমে ক্রীড়া উপদেষ্টার অসন্তষ্টি, এরপর ৮ বোর্ড পরিচালকের অনাস্থা, শেষ পর্যন্ত পদ হারিয়ে ফারুক আহমেদের বিসিবি সভাপতি হিসেবে ৯ মাসের যাত্রাটা ছিল- ‘বিতর্কিত, ব্যর্থতায় ভরা এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বাজে সময়ের একটি’। অবশেষে নানা নাটকীয়তার মাঝে ক্ষমতার পালাবদল হলো বিসিবিতে। ফারুকের জায়গায় নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশে প্রথম বিশ^কাপ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ বাতিলের পর আমিনুল ইসলাম বুলবুল পান কাউন্সিলর হিসেবে অনুমোদন। শুক্রবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হয়ে এশিয়া অঞ্চলে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন আফগানিস্তান, চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে।
বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা আমিনুল জাতীয় দলে খেলেছেন এক যুগের বেশি সময় ধরে। জাতীয় দলের জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডেতে মাঠে নেমেছেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও আমিনুল। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দেশে কোচিং শুরু করেছিলেন। পরে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে থিতু হন।
গত এক যুগের বেশি সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন আমিনুল। বিসিবিতে আসার আগপর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান তিনি। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আগামী মাসে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।
অবশ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেয়া ফারুক আহমেদ জানিয়েছেন, রাতে এমন তাড়াহুড়ো করে নেয়া সিদ্ধান্ত তিনি এতো সহজে মেনে নেবেন না।
ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি’র দ্বারস্থ হবেন বলেও গণমাধ্যমে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার ও প্রধান নির্বাচক।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, ‘কাউন্সিলরশিপ বাতিলের পরে দেশত্যাগ করেছেন ফারুক আহমেদ।
এই খবরের পাল্টা জবাব হিসেবে ফারুক আহমেদ সংবাদমাধ্যমে বলেছেন, আমি কি ৫ই অগাস্টের ফ্যাসিস্ট নাকি? পলিটিশিয়ান নাকি যে দেশ ছেড়ে পালাবো। আজ শনিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রদবদলের ধারায় ২১ অগাস্ট বোর্ড পরিচালক হন ফারুক। পরে তিনি সভাপতি নির্বাচিত হন। নয় মাস পর তার সেই মনোনয়ন বাতিল করে দিল জাতীয় ক্রীড়া পরিষদ- এনএসসি।
ক্রিকেট সাংবাদিক মাঝহারুল ইসলাম বলেন, এই সময়টা ছিল বেশ বিতর্কিত, বিশেষ করে বিপিএল নিয়ে তামাশা ও চান্ডিকা হাথুরুসিংহের বিদায় ছিল উল্লেখযোগ্য, ব্যর্থতায় ভরা এই সময়েই বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে আইসিসির র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে এসেছে- এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অন্যতম বাজে একটা সময়।
আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকি আছে?
ক্রিকেট বোর্ডের স্বাধীন কার্যপরিচালনায় সরকারি হস্তক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বেশ গুরুত্বের সাথে দেখে, ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শ্রীলঙ্কাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল দেশটির ক্রিকেট বোর্ডের ওপর সরকারের হস্তক্ষেপের অভিযোগে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এই ঝুঁকি নেই বলছেন বিশ্লেষকরা। বিসিবি তার গঠনতন্ত্রে একটি আইন রেখে দিয়েছে- জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঁচ জন কাউন্সিলর ও দুজন পরিচালক মনোনয়ন।
এই বিধান অনুযায়ীই ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ পেয়েছিলেন এবং সভাপতি হয়েছিলেন, তখনও অনেকে আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কা করলেও এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা।