বড়লেখায় টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, বন্যার শংকা
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৯:১২:৫০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে বড়লেখায় টানা ভারি ও হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বর্ষণ আর ঝড়ো বাতাসে জনজীবন বির্পযস্ত হয়ে ওঠেছে। বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃষ্টিপাতের কারণে অধিকাংশ ব্যবসায়িরা খুলেননি দোকানপাট। রাস্তাঘাট ও হাটবাজারে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে হাকালুকি হাওরপাড়ের ইউনিয়নগুলোতে বন্যার আশংকা দেখা দিয়েছে।
সরেজমিনে জানা গেছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে গুড়িগুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইলেও তা ছিল থেমে থেমে। কিন্ত বৃহস্পতিবার সকাল থেকে টানা ভারি ও হালকা বৃষ্টির সাথে ঝড় বইতে থাকলে জনজীবনে নামে চরম ভোগান্তি। ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে খাল-বিল ও ছড়ার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও ফসলের মাঠ। দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। হাকালুকি হাওরের পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে হাওরপাড়ের তালিমপুর, বর্নি ও সুজানগর ইউনিয়নে বন্যার আশংকা রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা বৃষ্টিপাত হলেও এখনও মারাত্মক ক্ষতির কোনো তথ্য পাননি। তবে, হাকালুকি হাওরপাড়ের ইউনিয়নগুলোর চেয়ারম্যানগণ জানিয়েছেন পানি বৃদ্ধি পাচ্ছে এবং এভাবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা দেখা দিবে।
উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন জানান, প্রায় ৬০ ভাগ জমিতে আউশ রোপণ সম্পন্ন হয়েছে। বৃষ্টিতে এখনও ফসলের কোনো ক্ষতি হয়নি। বন্যায় নিমজ্জিত হলে আউশের ক্ষতির আশংকা রয়েছে।