জিয়ার শাহাদাতবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৯:২৩:৫২ অপরাহ্ন
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে সিলেট জেলা বিএনপি।
শুক্রবার (৩০ মে) বাদ জুম’আ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। আলোচনায় বক্তারা শহীদ জিয়ার সংগ্রামী জীবন, রাজনৈতিক দর্শন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে দেশকে স্থিতিশীলতা, স্বাভাবিকতা ও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেন। তাঁর হাত ধরেই বাংলাদেশী জাতীয়তাবাদ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।
সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ কোনো তাত্ত্বিক শ্লোগান নয়; এটি দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক ঐক্য এবং অর্থনৈতিক মুক্তির একটি বাস্তববাদী ও সময়োপযোগী দর্শন। শহীদ জিয়ার হাত ধরে যার সূচনা, আজ তা তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, শাহাব উদ্দিন আহমদ, আব্দুন নুর, উপদেষ্টামণ্ডলীর মধ্যে অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, এড. সাঈদ আহমদ, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, এড. মোস্তাক আহমদ, জয়নাল আহমদ রানু, আলী আকবর, আজিজুর রহমান, মাহবুব আলম, অর্জুন ঘোষ, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, আহমদ সোলায়মান, সৈয়দ এনায়েত হোসেন, নজরুল ইসলাম, মুরাদ হোসেন, তজী আহমদ ও ফয়সাল আহমদ প্রমুখ।
জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌর ইউনিটে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে। বিজ্ঞপ্তি