ওসমানীনগরে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৯:২৫:০০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়ক যানজটমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সেনাবাহিনীর ক্যাম্প ক্যাপ্টেন আসিফ আহমদ, ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া, শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের, তামাবিল হাইওয়ে থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, হবিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি শাহ নুরুর রহমান শানুর, উপজেলা জামায়াতের সেক্রেটারী আনহার মিয়া, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, সিলেট শেরপুর বাস শ্রমিক সভাপতি বাবুল মিয়া, গোয়ালাবাজার অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি কাদির মিয়া, দয়ামীর বাজার অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি মকবুল হোসেন প্রমুখ।
সভা শেষে বিকেলে যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলার গোয়ালাবাজার ও সাদিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন দোকানে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, মহাসড়ক যানজটমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নিয়ে সবাইকে সচেতন করার চেষ্টা করছি। শৃঙ্খলায় রক্ষা করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।