আল ফালাহ একাডেমির অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৯:২৬:৩৩ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার আল ফালাহ ইসলামিক একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নজরুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান আজিজি, সাবেক প্রধান শিক্ষক মু. জসীম উদ্দিন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফিজ মাওলানা নজমুল ইসলাম ও ভূকশিমইল কলেজের শিক্ষক প্রভাষক জহিরুল ইসলাম সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাজিম উদ্দীন মানিক, সাইদুল ইসলাম জুবেল, জাবেদুল হক, মাছুম রেজা, আব্দুল লতিফ ও আব্দুল আজিজ প্রমুখ।