শহীদ জিয়া গ্রন্থমেলা সমাপনী ও পুরস্কার প্রদান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৯:৪১:০৮ অপরাহ্ন
কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত শহীদ জিয়া গ্রন্থমেলা ২০২৫ এর সমাপনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ মে) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ আহমদ সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল।
কবি রিপন মিয়ার কুরান তেলাওয়াতের মাধ্যমে সুচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাসাস সিলেট জেলার শাখার সাবেক সহ সভাপতি খায়রুল আলম সুমন, বিএনপি নেতা মো: আয়াজ, বুরহান উদ্দিন, কামাল মিয়া, জাকির হোসেন পুলক, জহির চৌধুরী, যুব সংগঠক আলী আহসান হাবীব, ছাত্রদল নেতা জামিউল ইসলাম জামি, ছড়াকার ছাদির হোসেন, প্রকাশক জসিম উদ্দিন, কবি সুয়েজ হোসেন, কবি জালাল জয়, গীতিকার বাহার উদ্দিন বাহার, কবি হামিদা আব্বাসী, কবি ফাতেহা বেগম ও ইয়াসিন আহমদ মান্না প্রমুখ।
১১ দিনব্যাপী অনুষ্ঠিত বইমেলায় ছিলো- বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি চিকিৎসা সেবা, আলোচনা সভা, সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃতি প্রতিযোগিতার আয়োজন। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্র-ছাত্রী অঅংশ নেয়। শুক্রবার উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন। বিজ্ঞপ্তি