হবিগঞ্জে বিদুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৯:৫২:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ফারুক মিয়া (৪০) পিয়াইম গ্রামের নোয়াব আলীর ছেলে। শুক্রবার (৩০ মে) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুইদিন আগে ঝড়ের কারণে একটি বিদ্যুতের তার ছিঁড়ে নিচে পড়ে ছিল। ফারুক মিয়া শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে প্রকৃতির কাজ শেষে পানি খরচ করতে অসাবধানতাবশত পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।