সিলেট সীমান্তে ফের কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ৯:৫৩:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে ২৪ ঘন্টার ব্যবধানে ফের আরো কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩০ মে) সকালে সিলেট জেলার শ্রীপুর, তামাবিল, সয়গ্রাম, প্রতাপপুর, পান্থুমিাই ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার সকালে ৪৮ বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি, মহিষ, স্কিন সানরাইজ ক্রিম, ফ্রজেন গরুর মাংস, পন্ডস ফেইসওয়াশ, বিভিন্ন প্রকার পুরাতন মোবাইল, মদসহ অবৈধ মালামাল পরিবহণকাজে ব্যবহত জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ১০ লাখ ৭২ হাজার ৬৯৯ টাকা।
এ ব্যাপারি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত- এরআগে বৃহস্পতিবার (২৯ মে) সিলেট সীমান্ত এলাকা থেকে অবৈধপথে আসা প্রায় ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২১৪ টাকার চোরাই মালামাল আটক করে বিজিবি। বৃহস্পতিবারের পৃথক অভিযানে ভারতীয় জিরা, বরশি, সুপারি, বাজি, বিগফিস মেডিসিন, পাতাকাঠি, চিনি, মাছ ধরার খাবার এবং বাংলাদেশ থেকে পাচারের প্রস্তুতিকালে শিংমাছ ছাড়াও বিভিন্ন অবৈধ পণ্য ও পরিবহণে থাকা ডিআই ট্রাক ও বারকি নৌকা জব্দ করা হয়।