যুব জমিয়ত মহানগর শাখার ত্রিবার্ষিক কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৫, ১০:৩২:৫৫ অপরাহ্ন
যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশ নিয়ে গভীরভাবে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তাই যুব সমাজকে আদর্শিকভাবে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করতে হবে। কারণ যুব সমাজের দিকে কতোটা আশা নিয়ে তাকিয়ে আছে পুরো জাতি।
বৃহস্পতিবার বাদ এশা নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে কনফারেন্স হলে যুব জমিয়ত সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার ও মুফতি সিরাজুল ইসলাম এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর এর সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ নিজামী, সহ সাধারণ সম্পাদক সৈয়দ ছালিম আহমাদ ক্বাসেমী, যুব জমিয়ত বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মহানগর জমিয়ত নেতা মাওলানা মুসাদ্দিক আহমদ, এডভোকেট রেজাউল করিম রেজা, সাবেক ছাত্রনেতা এম বেলাল আহমেদ চৌধুরী, সাবেক ছাত্র জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, লুকমান হাকিম, নোমান সিদ্দীক, কোতোয়ালি থানা যুব জমিয়তের সভাপতি হাফিজ শাহিদ হাতিমী, সাধারণ সম্পাদক মুফতি নোমান বিন আফসার, শাহপরান থানা সভাপতি মাওলানা এনামুল হক, সাধারণ ফখরুল ইসলাম ইমরান, বিমান বন্দর থানা সভাপতি রেজওয়ান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন, দক্ষিণ সুরমা থানা সভাপতি রুহুল আমীন মারজান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জালা-লাবাদ থানা সভাপতি আব্দুল হাসিব খান, সাধারণ সম্পাদক হাফিজ যুবায়ের আহমদ প্রমুখ।
ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে মাওলানা আসআদ উদ্দীনকে সভাপতি, এম বেলাল আহমেদ চৌধুরীকে সিনিয়র সহ সভাপতি, হাফিজ আব্দুল করিম দিলদারকে সাধারণ সম্পাদক, মুফতি সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও মুফতি নোমান বিন আফসারকে প্রচার সম্পাদক করে ৪১ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন যুব জমিয়ত বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুলাহ আল মামুন। বিজ্ঞপ্তি