লায়ন আজিজুর রহমান স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৬:৩৬:০৬ অপরাহ্ন
পিডিজি পিসিসি লায়ন মোহাম্মদ ফারুক এমজেএফ বলেছেন, মরহুম প্রফেসর আজিজুর রহমানের সিলেটে শিক্ষা-চিকিৎসা, সমাজসেবার ক্ষেত্রে বিরাট অবদান রয়েছে। সিলেটে লায়নীজমের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি।
লায়ন্স ক্লাব অব সিলেট ও লায়ন্স শিশু হাসপাতালের সাবেক সভাপতি ডা: লায়ন আজিজুর রহমানের রুহের মাগফেরাত কামনায় লায়ন্স ক্লাব অব সিলেটের উদ্যোগে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
শুক্রবার রাতে লায়ন্স শিশু হাসপাতালের লায়ন জহির বক্ত কনফারেন্স হল রুমে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে লায়ন্স ক্লাব সিলেট প্রেসিডেন্ট লায়ন হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ৩১৫ বি১ এর ভাইস জেলা গভর্নর লায়ন ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ, লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জোবায়ের আহমদ চৌধুরী এমজেএফ ও এসএলএফ চেয়ারম্যান লায়ন কে শেলী।
শোকসভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন লায়ন্স শিশু হাসপাতালের প্রাক্তন চেয়ারম্যান লায়ন ডা: এম এস জামান চৌধুরী বাহার, লায়ন প্রফেসর ডা: এম এ মতিন, লায়ন প্রফেসর ডা: তহুর আব্দুল্লাহ চৌধুরী, লায়ন ডা: সৈয়দ মোহাম্মদ খসরু, লায়ন মো: ফারুক আহমদ এমজেএফ, লায়ন হারুন আল রশীদ দীপু, লায়ন মাহবুবুল হক, লায়ন প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের, লায়ন আব্দুল্লাহ আল মামুন শামন, লায়ন ডা: সোলাইমান আহমদ, লায়ন কাজী আব্দুল মুকিত প্রমূখ। মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার ছোট ছেলে আরিফুর রহমান। দোয়া পরিচালনা করেন জালালাবাদ গ্যাস অফিস মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকমল হোসেন। বিজ্ঞপ্তি