জিয়ার শাহাদাতবার্ষিকীতে পেশাজীবী পরিষদের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৬:৩৪:৪৭ অপরাহ্ন
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট-এর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের আহ্বায়ক ডা: শামীমুর রহমানের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন শাবি’র প্রোভিসি প্রফেসর ড. সাজেদুল করিম, সিকৃবির প্রফেসর ড. সিদ্দিকুল ইসলাম, শাবির প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. মো: শাহ আতিকুল হক, সিওমেক’র প্রিন্সিপাল অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন পরিষদের সদস্য সচিব প্রফেসর ডা: শাহনেওয়াজ চৌধুরী।
অধ্যাপক ফরিদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন, মহানগর পিপি বদরুল আহমদ চৌধুরী, প্রফেসর ডা: মাশুকুর রহমান, সাংবাদিক খালেদ আহমদ, অধ্যাপক মনিরুল ইসলাম, সিকৃবি’র প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. আতাউর রহমান, প্রফেসর ড. কাওছার হোসেন, প্রফেসর মিজানুর রহমান, প্রফেসর ড. মনজুরুল হায়দার, ডা: শাহ কামাল, ডা: মো. জিয়াউর রহমান, ডা: রায়হান আহমদ, মো: ফরিদ মিয়া, ডা: জামিল আহমদ, আশরাফুল ইসলাম, আবদুল মুমিন পারভেজ, অধ্যাপক কবির আহমদ, মো: খসরুজ্জানান, কৃষিবিদ আনোয়ার হোসেন (এ্যাব), প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. মন্জুরুল হায়দার, অধ্যাপক শামীম আল আজীজ লেলিন, প্রভাষক জুবায়ের আহমদ জুবের, এডিশনাল পিপি এ্যাডভোকেট আল আসলাম মুমিন, এ্যাডভোকেট নুর আহমদ প্রমূখ।
আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শাবিপ্রবির প্রফেসর ড. মঞ্জুরুল হায়দার। বিজ্ঞপ্তি