সুনামগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৭:১৯:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচার বিভাগের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যাট মোহাম্মদ রোকন উদ্দিন কবির।
কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো.হেমায়েত উদ্দিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহ জামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহমদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন, মোহাম্মদ আলমগীর, জেলা জজ আদালতের পিপি এড. মল্লিক মইন উদ্দিন সুহেল, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক এড. নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. অতনু ভট্টাচার্য, বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ফৌজধারী বিচার ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল উদ্দিন।