সিলেটে দিনব্যাপী নজরুল জন্মোৎসব পালিত
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৭:১২:১৯ অপরাহ্ন
সিলেটে দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘১২৬ তম নজরুল জন্মোৎসব-১৪৩২’ পালিত হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট নজরুল পরিষদের আয়োজনে ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় সাবেক মেয়র আরিফ বলেন, নজরুল ছিলেন আমাদের প্রেরণা-সাহস। তার সাহসী লেখনী ও কথাবলা আজো আমাদের সাহসী করে তুলে। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাই। নজরুল অন্যায়ের প্রতিবাদ করার কারণে, তাঁর বিদ্রোহী লেখনীর কারণে বিভিন্ন সময়ে জেল খেটেছেন। তবুও বন্ধ হয়নি তার লেখনী। আমরাও তার মতো সাহসী হওয়ার চেষ্টা করবো।
সিলেট নজরুল পরিষদের আহবায়ক আমিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে নজরুল জন্মোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট নজরুল পরিষদের সদস্য সচিব নীলাঞ্জন দাশ টুকু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন।
বিকেলে নজরুল জন্মোৎসব উদ্বোধনের পর দলীয় পরিবেশনা করেন সিলেট ললিতকলা একাডেমি, সুর ও বাণী সিলেট, পাঠশালা, গীতবিতান বাংলাদেশ, শ্রুতি সিলেট, দ্বৈতস্বর সিলেট, ছন্দ নৃত্যালয়, একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্ট (এমকা) এর শিল্পীরা।
অনুষ্ঠানে একক পরিবেশনা করেন আবৃত্তি শিল্পী সৈয়দ ফয়সল আহমদ, সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, আমন্ত্রিত সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। এর আগে এদিন সকালে নজরুলের কবিতা আবৃত্তি, নজরুল সংগীত ও নজরুলের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সকলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি