লিডিং ইউনিভার্সিটিতে ল’ ফেস্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৭:১৩:০৫ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের দু’দিনব্যাপী বেগম রাবেয়া খাতুন চৌধুরী মেমোরিয়াল ল’ ফেস্ট-সম্পন্ন হয়েছে। লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির আয়োজনে ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সিলেটের লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, আইনশিক্ষার মাধ্যমে কেবল পেশাগত যোগ্যতা নয় বরং নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষা অর্জনের পরও অনেকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নৈতিকতা প্রতিষ্ঠায় ব্যর্থ হন। তাই জ্ঞান ও ন্যায়ের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এবারের ফেস্টে লিগাল ডিবেট কম্পিটিশনে চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটির টিম ‘বিয়ন্ড এ রিজনেবল ফ্লেক্স’ এবং রানার্সআপ মেট্রোপলিটন ইউনিভার্সিটির টিম ‘ভেরিটাস ভক্স’। লিগাল কুইজ এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রান্ত ভট্টাচার্য, হাদিয়া আক্তার রিতু এবং আলী আহমেদ মাসুম। আর্টিকেল রাইটিং ও প্রেজেন্টেশন এ চ্যাম্পিয়ন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রানার্সআপ লিডিং ইউনিভার্সিটির ফারহানা আকতার সাথী। কুইক কেস সামারি এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিয়া আহমেদ সাকি ইমাম মেহেদী এবং আলী আহমেদ মাসুম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, মুট কোর্ট সোসাইটির উপদেষ্টা ও আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল- মামুন এবং মুট কোর্ট সোসাইটির মেন্টর ও প্রভাষক খন্দকার শরিফুল ইসলাম।
আইন বিভাগের শিক্ষার্থী মিথিলা ইসলাম মিম বৈশাখী ও ফাতেমা জান্নাত চৌধুরী মিমের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির সেক্রেটারি সন্দ্বীপ ভট্টাচার্য, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ও ল’ ফেস্ট আয়োজক কমিটির চীফ কো-অর্ডিনেটর মো: হারিসুর রহমান অন্তর, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহরিয়ার আলম মেহেদী এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী লিজা বেগম।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় এডজুডিকেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহরিয়ার আলম মেহেদী, চৌধুরী ইয়াসির আরাফাত, মিথিলা ইসলাম মিম বৈশাখী ও সৈয়দা নাফিসা নিগার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রভাষক আশ্রাফ উদ্দীন, মো. রেজাউল করিম, আনসার উদ্দিন মনির, মমিন হোসেন এবং প্রমিত দীপ্ত বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি