শান্তিগঞ্জে পাথারিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ শুরু
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৭:১৬:১০ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির আওতায় পাঁচ মাসের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম।
পাথারিয়া ইউনিয়নে ২৫০ জন কার্ডধারী ভাতাভোগী নারীর মধ্যে জনপ্রতি মাসে ৩০ কেজি করে মোট ৫ মাসের ১৫০ কেজি চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাসুদ সরকার, ইউপি সদস্য মোঃ রাজ্জাক মিয়া, মো. মিজানুর রহমান, মো. ইলিয়াস মিয়া, লিটন তালুকদার, মহিলা সদস্য হাওয়ারুন নেছা, রাহেলা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি