জিয়ার শাহাদাতবার্ষিকীতে কৃষকদলের আলোচনাসভা
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৭:০৯:২০ অপরাহ্ন
সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন ক্ষণজন্মা মহানায়ক। তিনি বহু মত, বহু দল, বহু ধর্ম, বহু সংস্কৃতির বাংলাদেশকে একক জাতীয়তাবাদের ছাতায় নিয়ে এসেছিলেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর কৃষকদলের উদ্যোগে শুক্রবার রাতে নগরীর লালাদিঘিরপাড় এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নোমানুর রশিদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খান, সহ-সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম প্রধান, সহ-সভাপতি মাহমুদ হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আলী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, সহ-প্রচার সম্পাদক বুলবুল আহমদ, সদস্য আব্দুস শুকুর, কৃষকদল নেতা কামাল আহমদ, কৃষক দল নেতা দুলাল আহমদ প্রমুখ।
এদিকে, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে পৃথক আলোচনাসভা করেছে সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর, জালালাবাদ ও মোগলাবাজার থানা। পৃথক সভাগুলোতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিমানবন্দর থানা কৃষকদলের আহবায়ক একেএম শাহজাহান, সদস্য সচিব শাহ আলম আলী, জালালাবাদ থানা কৃষকদলের আহবায়ক ফখর উদ্দিন, মোগলাবাজার থানা কৃষকদলের আহবায়ক জিহাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি