টানা বৃষ্টিতে কোম্পানীগঞ্জে বন্যার শঙ্কা
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৭:৫৭:২৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে। উপজেলার ৩৫টি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বন্যার্তদের জন্য ২০ মেট্রিকটন চাল মজুদ রয়েছে।
উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় এখনো লোকালয়ে পানি প্রবেশ করেনি। তবে ইছাকলস তেলিখাল ও উত্তর রনিখাই ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাচ্ছে। ধলাই নদীসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবিত হবে বিভিন্ন এলাকার ঘরবাড়ি।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন জানান, বন্যার আশঙ্কায় পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এখনো উপজেলার লোকালয়ে পানি ঢুকেনি। ২০ মেট্রিকটন চাল ও নগদ ৫০ হাজার টাকা বন্যার্তদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্র ও পানিবন্দী লোকজনের মধ্যে এগুলো বিতরণ করা হবে।