বড়লেখায় বিরামহীন বৃষ্টিতে অধিকাংশ এলাকা প্লাবিত
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৭:৫৫:১৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
শনিবার ভোর থেকে শুরু অবিরাম ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, হাটবাজার ও শহর। বাড়িঘরে বানের পানি ঢুকে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। বানের পানিতে ধসে পড়েছে কয়েকশ কাচা ঘর। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের অন্তত ৬/৭ স্থানে রাস্তার উপর দিয়ে বানের পানি প্রবাহিত হচ্ছে। মারাত্মক ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। সকাল থেকে সন্ধ্যা অবধি অবিরাম বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমশ অবনতি ঘটছে।
সরেজমিনে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বাছিরপুর, হাতলিয়া, দক্ষিণভাগ, রতুলি, কাঠালতলি, পানিধার এলাকায় সড়কের বিভিন্ন স্থানে ৩/৪ ফুট পর্যন্ত নিমজ্জিত থাকতে দেখা গেছে। রাস্তা তলিয়ে যাওয়ায় হাল্কা যানবাহনের সরাসরি চলাচল বন্ধ হয়ে পড়ে। ভারি যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করেছে। টানা ভারি বৃষ্টিতে উপজেলার দক্ষিণভাগ, কাঠালতলী, পোরশহর, শাহবাজপুরসহ প্রত্যেকটি হাটবাজার ও পোরশহরের অলিগলি তলিয়ে যায়। দোকানের ভেতর পানি ঢুকে ব্যবসায়িদের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। দিনভর বৃষ্টি আর রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কেউ ঘর থেকে বের হতে পারেনি। বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ। খুলেনি কেউ দোকানপাট।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর নিতে বলেছেন।