আগামীর বাংলাদেশ নৈতিকতা ও কারিগরি শিক্ষায় গড়ে তোলা হবে : এড. এমরান
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৭:৩৭:৩৭ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিজেদের ক্ষমতাকে আঁকড়ে রাখতে এবং দেশেকে মেধাশূণ্য করার জন্য পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পাঠ্যপুস্তকে ইতিহাসকে বিকৃতি করেছে। তারা সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ করেছে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন আসবে। আগামীর বাংলাদেশ নীতি, নৈতিকতা ও কারিগরি শিক্ষায় গড়ে তোলা হবে।
শনিবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন আয়োজিত পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইসমাঈল হোসেন খান, গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক আলম হোসেন, জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি লায়েক আহমেদ, উপজেলা যুবদল সিনিয়র সদস্য লায়েছ আহমেদ ও আবুল হাসনাত আলম সহ প্রমুখ। পরবর্তীতে উপজেলার প্রায় ১৪৬ জন কৃতী শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি