বিপুল বিদেশি মদসহ র্যাবের জালে যুবক
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৯:০৭:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ বিদেশী মদসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯। শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৮টার দিকে গোয়াইনঘাট থানার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দধগাঁও গ্রামের কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম নসির উদ্দিন (৩০)। সে কোম্পানীগঞ্জ থানার কায়েদগাঁও গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ।
তিনি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সুন্দধগাঁও এলাকা থেকে ১৯১ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। তাকে মাদক মামলায় গোয়াইনঘাট থানায় হস্থান্তর করা হয়েছে।