৮ বছর পর সিলেটের ৪৪ কলেজে হলো স্নাতক ভর্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৯:১৯:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৮ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনুষ্ঠিত হলো স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার (৩১ মে) সিলেট বিভাগের ৪৪টি কলেজের শিক্ষার্থীরা ১০টি কেন্দ্রে অংশ নেন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা চলে এই পরীক্ষা। টানা বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। মোট ৮৭৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়েছে।
প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক ছিল পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ সবধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ থাকলেও সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি ছিল।