নির্বাচন এপ্রিলে হলেও আপত্তি নেই জামায়াতের : ডা. তাহের
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৯:২২:৩৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে অনুষ্ঠিত হলেও জামায়াতে ইসলামীর কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহবান জানিয়ে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দু’টি বিষয়ে রোডম্যাপ চেয়েছি, একটি নির্বাচনের, আরেকটি সংস্কারের। এটা আপনার মতো করেই আপনি ঘোষণা করুন। তাতেই আমি মনে করি-পরিস্থিতি প্রশমিত হবে। এক মাস বা দু’মাসের পার্থক্য এদেশের জনগণ মেনে নেবে। তবে নির্বাচনের ঘোষণাটা অত্যন্ত প্রয়োজন, কারণ আস্থার সংকট দেখা দিয়েছে। রোডম্যাপের তারিখ বা মাস ঘোষণা করলে এ আস্থার সংকট কমে যাবে।
তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, আপনাকে নির্বাচন দিতে হবে। যদি নির্বাচন ডিসেম্বরে হয় জামায়াতের কোনো আপত্তি নেই। তার আগে যদি মৌলিক সংস্কার শেষ হয়। যদি মৌলিক সংস্কার হওয়ার জন্য আরও দু’মাস বেশি লাগে, তাহলে ডিসেম্বরের ওপর জিদ করে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না।
জামায়াতের এই নায়েবে আমির বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। যে জাতি ৪৭-এ স্বাধীনতা এনেছে, ৫২-এর ভাষা অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়েছে। আবার ৭১ সালে এক হয়ে জীবন, রক্ত আর ইজ্জত বিলিয়ে দিয়ে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছে। আবার জুলাই-আগস্টে সকলের অংশগ্রহণে এক মহাগণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তারা আবার একাত্ম হয়ে জাগ্রত জনতার ব্যানারে সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিবে এবং আরেকটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, আর শর্টকার্ট কোনো রাস্তায় যদি কেউ ক্ষমতায় যেতে চায়, ইতিহাস এ কথা বলে-তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন নাই, ভবিষ্যতেও পারবে না। সুতরাং এ দেশের মানুষের আরও রক্ত দেয়ার প্রয়োজন, এটা যেন না হয়। সকল রাজনৈতিক দল ও নেতাদের প্রতি আরেকটু সহনশীল হয়ে অগ্রসর হওয়ার জন্য আমি আহ্বান জানাব।