ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ সোমবার
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৯:২৪:৩২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আগামীকাল সোমবার (২ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (৩১ মে) জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২ জুন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার শুভ সূচনা করবেন।
কমিশন সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের সংলাপও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পরদিন মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন, যাতে ৩২ দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য এবং আংশিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় দফার সংলাপ হবে বিষয়ভিত্তিক। যে সব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য পোষণ করেনি, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।