হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ : দেখা যেতে পারে টিভিতে
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ১:৩৫:৫৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিল হবে আজ রোববার। কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে। শনিবার (৩১ মে) বিষয়টি জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি জানান, যখন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার শুনানি হবে, তখন বিটিভির মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা যাবে।
এর আগে ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এ প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। রোববার সেই প্রতিবেদনটি আনুষ্ঠানিক উপস্থাপন করা হবে।
তদন্ত প্রতিবেদন দাখিল পরবর্তী এক সংবাদ সম্মেলনে ওই দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্তপূর্বক তদন্ত সংস্থা অপরাধের মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। সেখানে মোট তিনজনকে আসামি করা হয়েছে। তদন্ত শুরুর ৬ মাস ২৮ দিনের মধ্যে প্রধান মাস্টারমাইন্ড ও সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
প্রাথমিকভাবে তার (শেখ হাসিনার) বিরুদ্ধে মূলত ৫টি অভিযোগ আনা হয়েছে। জুলাই গণহত্যার ঘটনায় সব হত্যাকাণ্ডের সুপিরিয়র রেসপনসিবিলিটি শেখ হাসিনার। তিনি এ গণহত্যা ও হত্যার উসকানিদাতা, প্ররোচনাদাতা ও সরাসরি নির্দেশদাতা। এ বিষয়ে তার বহু কল রেকর্ড, অডিও-ভিডিও পাওয়া গেছে।