গোলাপগঞ্জে টিলাধ্বসে একই পরিবারের ৪ জন নিহত
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ২:২১:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে প্রবল বৃষ্টির কারণে টিলাধ্বসে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন।
রোববার (০১ জুন) রাত আনুমানিক ২ টার দিকে স্থানীয় বখতিয়ারঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ।
নিহতরা হলেন, বখতিয়ারঘাট এলাকার মৃত আসিদ আলীর পুত্র মোঃ রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।
প্রায় তিন ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ঢাকাদক্ষিণে জলাবদ্ধতায় এবং রাখালগঞ্জ বাজারে বড় গাছ রাস্তার উপর পড়ে রাস্তা বন্ধ ছিল। এছাড়াও প্রবল বজ্রপাতে ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ, ঢাকাদক্ষিণ বাইপাস সহ কয়েকটি স্থানে গ্যাসের রাইজার ফেটে গিয়ে ছোট অগ্নিকাণ্ড হয়েছে। তাই ঘটনাস্থলে পোঁছতে বিলম্ব হয়।
স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। শনিবার গভীররাতে সেখানে ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।
গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিনিধিদের যৌথ সমন্বয়ে অভিযান চলছে। ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ প্রশাসন মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, মৃতদেহের সুরতহাল প্রস্তুতকরে দাফনের জন্য আত্নীয় স্বজনকে বুঝিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, দু’বছর আগেও লক্ষ্মণাবন্দ ইউনিয়নে প্রবল বৃষ্টিতে টিলাধ্বশে অন্য একটি পরিবারের ২ জন নিহত হয়েছিলেন।
এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির, গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন,এক বিবৃতিতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে একই পরিবারের চারজনের নিহতের সংবাদ পেয়ে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দ্রুত সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।