সুনামগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৬:৩৮:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।