শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৬:৪১:৪৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, এক সাথে, এখনই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
এ উপলক্ষে রোববার সকাল ১১ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি শ্রীমঙ্গল এর আয়োজনে মৌলভীবাজার রোডে মানববন্ধন ও পরে অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সনাক টিআইবি শ্রীমঙ্গলের সভাপতি এডভোকেট আলা উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সনাকের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্যসহ সনাক সদস্য, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে শহর ও নগরে প্লাস্টিক বর্জ্যরে অব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় একটি অন্যতম চ্যালেঞ্জ। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ লাখ ২১ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে শুধু ঢাকা শহরে এর পরিমাণ দৈনিক ৬৪৬ টন যার একটি বড় অংশ খাল, বিল, নদী ও জলাশয়ে যায়। বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণের একটি বড় অংশ অপ্রাতিষ্ঠানিক খাতে হয় যা পরিবেশবান্ধব নয়।
এছাড়া, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ এবং পুনঃপ্রক্রিয়াজতকরণের সক্ষমতা এবং পদক্ষেপের ঘাটতি বিদ্যমান। ফলে প্লাস্টিক বর্জ্যরে একটি বড় অংশ পয়ঃনিষ্কাশনের নর্দমাসহ নদী-নালা ও জলাশয়ের তলদেশে জমা হয়। এই বর্জ্য নদীর ড্রেজিংসহ বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমকে ব্যয়বহুল করছে, জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি করছে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে ত্বরান্বিত করছে।