হজ পালনে সৌদী গেলেন ডক্টর এনাম
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৭:১৮:৫৩ অপরাহ্ন
পবিত্র হজ পালন করতে সৌদী আরবে গিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর মুহাম্মদ এনামুল হক চৌধুরী। তিনি শনিবার (৩১ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের সর্বশেষ হজ ফ্লাইটে সৌদী আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
এর আগে তিনি গত ২৭ এবং ২৮ মে দোহায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অন্যতম আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ৩০ মে দেশে ফিরেই ৩১ মে তিনি সৌদী আরব গমন করেন। হজ পালন শেষে তাঁর যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পবিত্র হজ পালন ও নিরাপদ যাত্রার জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থী। সময় স্বল্পতার কারণে আত্মীয় স্বজন, দলীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীদের বলে যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি