জিয়ার শাহাদাতবার্ষিকীতে ড্যাব’র ঈদ উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৭:১৮:১৩ অপরাহ্ন
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার পক্ষ থেকে দক্ষিণ সুরমার হাফেজ আব্দুল মান্নান হিফজুল মাদরাসা ও এতিমখানায় দোয়া মাহফিল, এতিম শিশুদের মাঝে ঈদ উপহার ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফি, সহ সাংগঠনিক সম্পাদক ডা. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম, প্রচার সম্পাদক ডা. সাউদ আল হাসান, ডা. জুনেদ আহমেদ, ডা. আব্দুর রাউফ, ডা. আশফাক আহমেদ, ডা. আফতাব উদ্দিন চৌধুরী, ডা. নাফি, ডা. ফজলে রাব্বি,ডা. তুহিনসহ আরও ড্যাব নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি