বিয়ানীবাজার পৌর জমিয়তের বর্ধিত সভা
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৮:১০:৩৩ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার বর্ধিত সভা শুক্রবার বাদ মাগরিব বিয়ানীবাজারের এক অভিজাত রেষ্টুরেন্টে শাখা সভাপতি মাওলানা মুজিবুর রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রাহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমি।
উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের দপ্তর বিষয়ক সম্পাদক হাফিজ দিলাওয়ার হুসাইন, পৌর জমিয়ত সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মৌলভি হোসাইন আহমদ, যুব বিষয়ক সম্পাদক মনজুরুল হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহরিয়ার রাহমান, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, লাউতা জমিয়তের সাংগঠনিক সম্পাদক আলি হুসেন মহরির, সাবেক ছাত্রনেতা হাফিজ মাওলানা আবু সাইদ, পৌর জমিয়তের সদস্য সালেহ আহমদ, ব্যবসায়ী মাহতাবউদ্দিন, জনাব সৈয়দ আলি, পৌর ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) জাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল আহমদ ও তানবির আহমেদ প্রমুখ।