সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৮:০২:০০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে গত তিন ধরে ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। নামছে ভারতের ঢল। ঢলের পানিতে হাওর হচ্ছে টইটম্বুর। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের কারণে বাড়ছে সুনামগঞ্জের মানুষের দুর্ভোগ। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা পড়েছেন বিপাকে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, রোববার (১ জুন) দুপুরে সুরমা নদী সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৯১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২৫ মিলিমিটার। একই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
শহর ঘুরে দেখা যায়, শহরে মানুষের আনাগোনা কম। দোকানপাট খুলে বসে আছেন বিক্রেতারা। ক্রেতার দেখা মিলছে না খুব। প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেননা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের ফলে ও সুনামগঞ্জে বৃষ্টি হওয়ায় জেলার নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌছে যেতে পারে। তবে আপাতত বন্যা হওয়ার শংকা নেই।