গোয়াইনঘাটে পানি কমলেও কিছু এলাকায় বাড়ছে
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৫, ৮:০০:৫০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
টানা বর্ষনে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় নদীর পানি সদর এলাকায় কমলেও পশ্চিম গোয়াইনঘাটে বাড়ছে। রাতে ও দিনের বেলায় বৃষ্টি কম হওয়ায় নতুন করে পাহাড়ী ঢল নামেনি। পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়ে বৃষ্টি হলেই ঢলের পানিতে আক্রান্ত হয় গোয়াইনঘাট। গোয়াইন নদীর পানি সন্ধ্যা ৬ টায় বিপদসীমার ৮১ সেঃ মিঃ নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পশ্চিম গোয়াইনঘাটের তোয়াকুল ও নন্দিরগাঁও এলাকায় পানি বাড়ছে। কোজওয়ের কারণে গোয়াইনঘাট রাধানগর রাস্তা অপরিকল্পিতভাবে অতিরিক্ত নিচু করায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।
ইউএনও রতন কুমার দাস সাংবাদিকদের জানান, নদীর পানি কমছে। সার্বিক বন্যা পরিস্থিতির উপর দৃষ্টি রয়েছে। উদ্ধারকারীদল, নৌকা ও ৫৮ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।
অবিরাম বর্ষনে স্বল্পআয়ের মানুষ বেকার রয়েছেন। হাটবাজারে লোকজনের উপস্থিতি কম। জমে উঠছে না পশুর হাটগুলোও।